মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা কারখানার উপর থেকে পরে পবন তাঁতী (৪০) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় কালিঘাট চা বাগানের চা কারখানায় এই ঘটনাটি ঘটে।
কারখানায় কর্মরত অন্যান্য চা শ্রমিকরা জানান, দুপুর ১২টার দিকে চা বাগানের কারখানায় কাজ করছিলো পবন তাঁতী। হঠাৎ করে কারখানার ২য় তলা থেকে দূর্ঘটনাবশত নিচে পড়ে যান। পরে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসা তাকে মৃত ঘোষনা করে।
কালিঘাট চা বাগানের জেনারেল ম্যানেজার সৈয়দ সালাউদ্দিন বলেন ,‘আমি একটু ঝামেলায় আছি। পরে কল দেন।’
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, ‘নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাহ করার আবেদন করেছেন। এখন চা বাগান কর্তৃপক্ষ আপত্তি না দিলে আমরা ময়নাতদন্ত ছাড়া লাশ দেওয়ার প্রকৃয়ায় যাবো।’