শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

কমলগঞ্জে ‘বিজ্ঞান শিক্ষার গুরুত্ব’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ৩৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ জুন, ২০২৫

বিজ্ঞান ভিত্তিক শিক্ষা সম্প্রসারণ ও শিক্ষার্থীদের মাঝে প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হলো “বিজ্ঞান শিক্ষার গুরুত্ব” শীর্ষক দিনব্যাপী কর্মশালা।

বুধবার (৪ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় শিক্ষার্থীরা নির্ধারিত বিষয়ের উপর ৭ মিনিটের প্রেজেন্টেশন ও ৫ মিনিটের প্রশ্নোত্তর পর্বে অংশ নেয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কমলগঞ্জ উপজেলা আইসিটি কর্মকর্তা রাকিবুল হক। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর।

কর্মশালার সমাপনী পর্বে বিকাল ৩টায় আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, কমলগঞ্জ প্রেসক্লাব আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সহকারী শিক্ষক মো. আজাদ মিয়া এবং শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে শেখ সুমাইয়া আক্তার নিপা।

আলোচনায় বক্তারা বলেন, “আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে গবেষণাভিত্তিক শিক্ষায় উৎসাহিত করতে হবে।”

প্রেজেন্টেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে শ্রেষ্ঠ বি এ এফ শাহীন কলেজ বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর