মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যার্তদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ জুন) দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নে চৈত্রঘাট বাজার প্রাঙ্গণ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় চাল বিতরণ করা হয়।
রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইফতেখার আহমেদ বদরুলের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।