জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ছিনতাইকালে তিনজনকে আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে মীর মশাররফ হোসেন হলের সংযোগ সড়কে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হল- ক্যাম্পাসের রিকশাচালক আরিফুল ইসলাম হৃদয়, মওলানা ভাসানী হলের ক্লিনারের ছেলে আদনান ও ডেইরি ফার্ম হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র তানভীর। তাদের বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে দুই স্কুল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসে। মীর মশাররফ হোসেন হলের দিকে যাওয়ার সময় তাদের পথরোধ করে পরিচয় জানতে চায় রিকশাচালক আরিফুর। ওই দুই শিক্ষার্থী বহিরাগত নিশ্চিত হওয়ার পর আদনানকে ফোন করে ঘটনাস্থলে আসতে বলে আরিফ। এ সময় উভয় পক্ষ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর আদনান এসে ভুক্তভোগীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে ভুক্তভোগীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের বড় ভাই পরিচয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় অষ্টম শ্রেণির ছাত্র তানভীর। তারা ভুক্তভোগীদের ক্যাম্পাসে সুন্দরবন এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে নিরাপত্তা শাখার কর্মকর্তারা উপস্থিত হয়ে অভিযুক্তদের হাতেনাতে আটক করেন।
ভুক্তভোগী সাদিক বলে, ‘আমরা দুইজন বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছিলাম। মুক্তমঞ্চের পাশে যাওয়ার পর আমাকে একজন ডেকে নিয়ে যায়। আমার কাছে পরিচয় জানতে চায়। কথা বলার এক পর্যায়ে আমার কাছ থেকে মোবাইল ও তিনশ’ টাকা কেড়ে নেয় তারা। নিরাপত্তা শাখার কর্মকর্তারা সেখানে উপস্থিত হলে তারা হাত থেকে মোবাইল ফেলে দেয়।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, ‘দিনের বেলায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা ২৪ ঘণ্টা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে আমাদের অফিসাররা সেখানে উপস্থিত হন এবং তাদের আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। আমরা আপাতত তাদেরকে পুলিশে সোপর্দ করার সিদ্ধান্ত নিয়েছি।’