মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের দুই শতাধিক শিক্ষার্থীদের মধ্যে খাদ্য সমগ্রী বিতরণ করেছে এসএলটিএস আন্তর্জাতিক বিজ্ঞাপন সংস্থা। সোমবার (২৬মে) সকালে কুলাউড়া উপজেলার ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজ হলরুমে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যপক্ষ এসএলটি কোম্পানির নিয়মতি কর্মকর্তা মোঃ মোছলেহ উদ্দিন জুনেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের সভাপতি সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খান।
ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল খালিক এর সঞ্চালনায় খাদ্য সমগ্রী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. এমদাদুল ইসলাম, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য্য, বরমচাল স্কুল এন্ড কলেজ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফজলুল হক, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেছ বকস প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক,শিক্ষিকা ও শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।