শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

মৌলভীবাজারে বিপুল পরিমাণ দেশী বিদেশী জাল টাকার নোটসহ আটক ১

ডেস্ক রিপোর্ট / ৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ অভিযানে প্রায় ৩ লক্ষ টাকার জাল নোট ও ভারতীয় রূপিসহ যুগেন্দ্র মল্লিক (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (২১ মে) সন্ধ্যায় শ্রীমঙ্গল থানাধীন ২নং ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে যুগেন্দ্র মল্লিক (৪১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে তার গোয়াল ঘরের খড়ের নিচে লুকানো অবস্থায় বিভিন্ন মানের জাল বাংলাদেশী টাকা ও ভারতীয় জাল নোট উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ মাহবুবুর রহমান মোল্লা, এসআই এ.এইচ.এম মাহমুদুর রহমান ও অন্যান্য কর্মকর্তাগণ।

বৃহস্পতিবার (২২মে) দুপুরে ১২টার সময় পুলিশ সুপারের কার্যালয়ে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে প্রেস ব্রিফিংয়ে অভিযান সংক্রান্ত তথ্য অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার শাকিল, ডিবির অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা।

প্রেস ব্রিফিংয়ে আটককৃত যুগেন্দ্র মল্লিককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে সে জাল টাকার ব্যবসার সাথে যুক্ত। সে দেশের বিভিন্ন উৎস থেকে জাল নোট সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে বিক্রি করছিল। মূলত আসন্ন কোরবানী ঈদকে কেন্দ্র করে পশুর হাটে ছাড়ার লক্ষ্যে সে জাল টাকাগুলো নিয়ে এসেছিল।

তার বিরুদ্ধে ইতিপূর্বেও জাল টাকার মামলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। গত বছরের ফেব্রুয়ারি মাসে শ্রীমঙ্গল থেকে তাকে প্রায় ৭০ লাখ টাকার জাল বাংলাদেশী নোট এবং ১৪ লাখ টাকার ভারতীয় জাল রূপীসহ র‌্যাব কর্তৃক গ্রেফতার করা হয়েছিল।

  • গত ২১ মে ঘটনায় তার বিরুদ্ধে The Special Powers Act, 1974 এর ২৫-A(b) ধারায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আমরা তার সহযোগী অন্য আসামিদের গ্রেফতারে কাজ করছি।

কোরবানীর ঈদকে সামনে রেখে কেউ যাতে কোন রকম বিশৃঙ্খলা না করতে পারে সেদিকে মৌলভীবাজার জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর