মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী, দানশীল, সমাজ সেবক -ব্যক্তিত্ব, গোপেন্দ্র কুমার দাশ ঢাকাস্থ বারডেম হাসপাতালে অধ্যাপক মো. ইজাহারুল হকের ( লেপারোস্কোপিক সার্জারী ফেলোসিএমইডি) চিকিৎসাধীন থাকা অবস্থায় গত শনিবার (১৭ মে) ভোর ৪ টায় মৃত্যুবরণ করেন। দেশের সামাজিক, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
জানা যায়, জেলার শ্রীমঙ্গল শহরের বিশিষ্ট ব্যবসায়ী, বহুল পরিচিত ভিক্টোরিয়া সিনেমা হল, ভানুগাছ চিত্রকথা সিনেমা হল,আখাউড়া অনুরাধা সিনেমা হলের মালিক, গ্রিন লিফ গেস্ট হাউজের স্বত্বাধিকারী এবং তিনি জাতীয় দৈনিক কালবেলা, প্রতিদিনের মৌলভীবাজার পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি এস কে দাস সুমনের-এর পিতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ হার্টের, ডায়বেটিস, প্রেসার, হার্টবিট দুর্বল, কিডনি, রক্তশূন্যতা, ডান পায়ের আঙ্গুলে ফাংগাল ইনফেকশন সমস্যা সহ বার্ধক্যজনিত সমস্যায় ভোগছিলেন। গোপেন্দ্র কুমার দাশ-এর বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর থানার অন্তহরি গ্রামে। তাঁর পিতা-মাতা যথাক্রমে গজেন্দ্র কুমার দাশ, মায়ের নাম মাতংগীনি দাশ। ২ ভাই ও ৫ বোনের মধ্যে তিনি বড়।
মৃত্যুকালে তিনি এক ছেলে, ৫ মেয়ে, দুই পুত্রবধূ, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সারা শহরে শোকের ছায়া নেমে আসে। দুপুরে তাঁর মরদেহ
শেষ শ্রদ্ধা জানাতে পর্যায়ক্রমে শ্রীমঙ্গলের শ্রী শ্রী জগন্নাথদেবের আখড়ায়, শ্রীমঙ্গলের বারোয়ারী কালীবাড়ি, শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়িতে ফুল, তোরণ দিয়ে শ্রদ্ধা জানান শত শত মানুষ এ ছাড়া ও সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন। এবং বড়গাঁও শচীমাতা স্মৃতি তীর্থ আনন্দ ধামে বিশেষ প্রার্থনা ও উনার আত্নাার চিরশান্তি কামনা করা হয়। পরে ধর্নীয় বিধান অনুযায়ী স্থানীয় পৌর শশ্মানঘাটে দাহ করা হয়। জনপ্রিয় এই দানশীল সমাজসেবক ব্যক্তির মৃত্যুতে সারা শহরে সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।তিনি সাবেক সহসভাপতি শ্রীমঙ্গল জগন্নাথ দেবের আখড়া, শ্রীমঙ্গলেশ্বরী কালিবাড়ির সাবেক সাধারণ সম্পাদক বারোয়ারী কালীবাড়ি সভাপতি এবং শ্রীমঙ্গল ডাকবাংলো পূজাউদযাপন কমিটির সভাপতি ছিলেন।
জীবদ্দশায় তিনি অসংখ্য সামাজিক ও মানবিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁর মৃত্যুতে আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।