মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার গ্রামীন ব্যাংক পয়েন্ট থেকে পশ্চিম কান্দিগাঁও চৌমুহনী। চৌমুহনী থেকে বিভক্ত হয়ে একটি পশ্চিম জলালপুর, আরেকটি গ্রামের উত্তর প্রান্ত হয়ে সরকারি আবাসন পর্যন্ত অপরটি মাধবপুর ইউনিয়নের -ছয়সিড়ি পর্যন্ত বর্ধিত রাস্তা একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। যাহা দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে।
রাজনৈতিক জটিলতা ও পক্ষপাতমূলক উন্নয়ন কৌশলের কারণে দীর্ঘদিন ধরে রাস্তাটির কোনো সংস্কার হয়নি। এবারের রাজনৈতিক পট পরিবর্তনের পর জনগণ আশা করেছিল, নতুন ফ্যাসিস্টমুক্ত পরিবেশে অবশেষে রাস্তাটির উন্নয়ন হবে। সেই আশায় সময়মতো উপজেলা পরিষদে দরখাস্তও জমা দেওয়া হয়েছিল।
কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটিকে উপেক্ষা করে বরং কিছু ক্ষমতাসীন মেম্বার ও চেয়ারম্যানদের ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট, জনগুরুত্বহীন রাস্তায় উন্নয়ন কাজ শুরু হয়েছে।
অবস্থার চরমে পৌঁছে অদ্য (আজ) এলাকার সাধারণ জনগণ ত্যক্তবিরক্ত হয়ে নিজেরাই কোদাল হাতে নিয়ে রাস্তাটি মাটি ভরাত ও মেরামতের কাজে নেমে পড়েছেন। তারা নিজেরাই গর্ত ভরাট করছেন, যেখানে প্রশাসনের কোন দৃষ্টিপাত নেই।
স্থানীয় বাসিন্দারা বলছেন, “এটা শুধু রাস্তা না, এটা আমাদের বাঁচার পথ। যখন কেউ আসে না, তখন আমরা নিজেরাই নামি কাজে।”
স্থানীয়দের দাবি, রাজনৈতিক পক্ষপাত, আত্মীয়কেন্দ্রিক বরাদ্দ প্রথা ও জনপ্রতিনিধিদের দায়িত্বহীনতার বলি যেন আর না হয় সাধারণ মানুষ। প্রশাসনের কাছে তারা জোর দাবি জানিয়েছে—এই রাস্তাটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত টেকসই উন্নয়নের লক্ষ্যে ইট বিছানো নিশ্চিত করতে হবে।