মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ মিলয়নাতনে এ সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসলাম ইকবাল মিলন, সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজওয়ান, অফিসার ইনচার্জ সাইফুল আলম,স্বাস্থ্য কর্মকর্তা মাহবুবুল আলম ভূইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভিন, উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী সুজন আহমেদ, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, প্রাথমিক সহকারী কর্মকর্তা জয় কুমার হাজরা, এডভোকেট সানোয়ার হোসেন, সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি সদস্য ও সাংবাদিকবৃন্দ।
বক্তব্যে অতিথিরা বলেন, ‘ধলাই নদীর পানি, বিভিন্ন ছড়ার পানি ও উজান থেকে নেমে আসা পানি ইতিমধ্যে মানুষের ঘরবাড়িতে ডুকে গেছে। রাস্তা ঘাটের অবস্থা বেহাল। ছোট খাটো ব্রিজগুলো ভেঙ্গে গেছে। এসব বিষয় তুলে ধরা হয় উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে। তখন নির্বাহী কর্মকর্তা সকল ধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন এবং এসব দপ্তরের প্রদানদের দৃষ্টি আকর্ষন করেন।’
উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন জানান, ‘সার্বিক পরিস্থিতি মোকাবেলায় সকল প্রকার প্রস্তুতি রয়েছে। এছাড়াও সার্বক্ষণিক ভাবে সকল বিষয়ে প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে এবং মনিটরিং করা হচ্ছে।’