মৌলভীবাজারের কমলগঞ্জে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব ম্যানেজম্যান্ট (সি.এম.সি) কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) বেলা ১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হোসনে আরা তালুকদার এর সঞ্চালনায় সভায় কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল আলম, ইউপি চেয়ারম্যান মোঃ ইফতেখার আহমেদ বদরুল, অলি আহমেদ, মোঃ আব্দুল হান্নান, মো. নিয়াজ মোর্শেদ রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভিন , সমাজসেবা কর্মকর্তা, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো. মাসুদ ভূইয়া , কিশোর কিশোরী ক্লাবের সুশীল সমাজের প্রতিনিধি সহ উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।