শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

মৌলভীবাজারে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ জন আটক

ডেস্ক রিপোর্ট / ১০৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২১৭ পিস ইয়াবাসহ সোহেল মিয়া (৩৫) ও তাজ উদ্দিন(৪৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

২৮ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার তপস্বীপাড়া এলাকায় মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে সোহেল মিয়াকে আটক করে। পরবর্তীতে সোহেল মিয়াকে তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃত সোহেল মিয়া শ্রীমঙ্গল উপজেলার তপস্বীপাড়া এলাকার আঃ রহিমের ছেলে।

এছাড়া ২৮ এপ্রিল রাতে কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে কুলাউড়া থানাধীন জয়চন্ডী ইউনিয়নের গাজীপুর বাজার এলাকা থেকে ১০২ পিস ইয়াবাসহ তাজ উদ্দিনকে আটক করা হয়। গ্রেফতারকৃত তাজ উদ্দিন কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মৌলভীগাঁও এলাকার উস্তার উদ্দিনের ছেলে।

মাদক উদ্ধারের এসব ঘটনায় শ্রীমঙ্গল ও কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে বলে জানান জেলা পুলিশের মিডিয়ার দায়িত্বরত কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর