মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনের ৩১০ আউটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত আনুমানিক ৪৫ এক যুবকের মৃত্যু হয়। ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মাথাসহ দেহ দ্বী খণ্ড হয়ে যায়। পরে বিষয়টি শমশেরনগর স্টেশন মাস্টার এবং পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ি এএসআই নুরুল হক ঘটনাস্থলে এসে শ্রীমঙ্গল জিআরপি থানাকে অবগত করেন। তবে মরদেহ পরিচয় পাওয়া যায় নি।