পূর্বপুরুষদের পদাঙ্ক অনুসরণ করে মানবসেবামূলক কর্মকাণ্ডের ধারা সমুন্নত রাখতে যুক্তরাজ্যের বেথনালগ্রীণস্থ চটপটি লাউঞ্জে মৌলভীবাজারের কমলগঞ্জের ঐতিহ্যবাহী দানশীল ও রাজনৈতিক পরিবারের সদস্যদের নিয়ে মৌলভী সফাত আলী ফাউন্ডেশন ‘সফাত আলী সিনিয়র ফাজিল মাদরাসার নামধারক ব্যক্তিত্ব’ গঠন করা হয়।
কমলগঞ্জ উপজেলার দারিদ্রপীড়িত, অবহেলিত ও পশ্চাৎপদ বৃহৎ জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের স্বার্থে গঠিত মৌলভী সফাত আলী ফাউন্ডেশনের ২০ সদস্যবিশিষ্ট কমিটিতে গোলাম সরওয়ার মকবুল সালাম, মইনুল হাসান সুমন, সুলতানা আহমদ পলি ও আহমদ কবির সজিবকে সভাপতি, সাধারন সম্পাদক, সহসাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়।
ফাউন্ডেশন কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কমলগঞ্জের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানান কমিটিতে থাকা সভাপতি ও সাধারন সম্পাদকরা।