বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক / ৭২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪

পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করেছেন। নামাজ শেষে শোনা হয় খুতবা এবং এরপর দোয়া ও মোনাজাত করা হয়। নামাজ শেষে সারা বিশ্বের শান্তি কামনাসহ দেশ ও জাতির মঙ্গলের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজের পর ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, মন্ত্রিপরিষদ সদস্যরা, সরকারি আমলা, রাজনীতিবিদসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই জামাতে অংশ নেন। ঈদগাহ ময়দান পূর্ণ হয়ে গেলে অনেকে বাইরেও রাজপথেও নামাজে অংশ নিতে দেখা যায়।

আজ ঈদুল ফিতর বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন। পল্টন মোড়, মৎস্য ভবন ও হাইকোর্টের সামনে দি‌য়ে তিন‌টি চেকপোস্টের মধ্য দি‌য়ে ঈদগাহ ময়দানে ঢুকেন মুসল্লিরা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রান্ত দিয়েও দীর্ঘ লাইনে ঈদগাহ ময়দানে প্রবেশ করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ঈদ জামাতে প্রবেশের মুখে র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর তীক্ষ্ণ নজরদারি ছিল। জামাতে আসা মুসল্লিদের তিন জায়গায় তল্লাশি করার পরই ঈদগাহে প্রবেশ করতে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন ইমাম ও মুয়াজ্জিন ক্বারি মুহাম্মদ হাবিবুর রহমান মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর