বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

রিকিয়াসন সমাজের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক / ১১১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রিকিয়াসন সমাজের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার ভাড়াউড়া চা বাগানে বালিশিরা ভ্যালী রিকিয়াশন সমাজ সম্প্রদায়ের আয়োজনে দেশের বিভিন্ন জায়গা থেকে রিকিয়াসন সমাজের মানুষজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কমলগঞ্জের আলিনগর চা বাগান থেকে আসা রিকিয়াসন সমাজের বয়োজ্যেষ্ঠ মনুহর রিকিয়াসন বলেন, সারাদেশে প্রায় দশ হাজার রিকিয়াসন সমাজের লোকজন বসবাস করে। আমরা রিকিয়াসন সমাজের সবাই কৈশবমুনির গুত্রের। আমাদের সবাই কৈশব মুনির পূজা অর্চনা করে থাকেন। প্রতিবছরই আমরা এই মিলনমেলার আয়োজন করে থাকি। একেকবার একেকভ্যালীতে এই মিলনমেলা হয়। এবছর আমাদের অনুষ্ঠান ভাড়াউড়া চা বাগানে। এখানে কৈশব মুনির প্রতিমা স্থাপন করা হয়েছে। দিনব্যাপী, পূজা অর্চনা, যজ্ঞানুষ্ঠান, আলোচনা সভা, খাওয়াদাওয়া নানান আয়োজন করা হয়েছে। আগামীকাল রোববার বির্সজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।

অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য মিঠুন রিকিয়াসন বলেন, অতন্ত্য আনন্দ ও শ্রদ্ধার সহিত আমরা রিকিয়াশন সমাজের সবাই এক সাথে মিলন সভার আয়োজনের মধ্য দিয়ে গোত্র প্রবর সহিত শ্রীশ্রী কৈশব মুনির যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা রিকিয়াসন সমাজের সবাই একত্রিত হতে পারছি। আমাদের ধর্মীয় নিয়মকাকুন সম্পর্কে জানতে পারছি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর