শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

সিনেপর্দায় ফিরছেন ধকধক গার্ল মাধুরী

রিপোটার : / ৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

বলিউডের লাস্যময়ী অভিনেত্রী মাধুরী দীক্ষিত। বলিউড দর্শকদের একাধিক বক্স অফিস কাঁপানো ছবি উপহার দিয়েছিলেন মাধুরী। হিন্দি ও মারাঠি ভাষায় তার অভিনীত ছবিগুলো এখনো দর্শকের মনে দাগ কাটে। অনেকদিন ধরেই বড় পর্দায় নেই ‘ধকধক গার্ল’খ্যাত হিন্দি সিনেমার এই সিনিয়র অভিনেত্রী। তবে বড় পর্দায় দেখা না গেলেও গত বছরের শুরুতেই (২৫ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে দর্শকের সামনে আসেন তিনি। ‘দ্য ফেম গেম’ নামের এই ওয়েব সিরিজটি প্রকাশ করে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। বিজয় নাম্বিয়ার ও কারিশমা কোহলি পরিচালিত সিরিজে সুপারস্টার অনামিকা আনন্দের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেন মাধুরী।

তবে ওটিটিতে প্রশংসা কুড়ালেও দর্শক এবং মাধুরী নিজেও মুখিয়ে আছেন বড় পর্দায় প্রত্যাবর্তনের জন্য। যদিও এর আগে একাধিকবার সিনে পর্দায় ফেরার কথা ছিল মাধুরীর। তবে নানা কারণে আর ফেরা হয়নি। অবশেষে সেই স্বপ্নও পূরণ হতে যাচ্ছে তার। এবার তিনি সত্যিই ফিরছেন সিনেমায়। ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমায় ‘ভূত’ চরিত্র নিয়ে হাজির হচ্ছেন মাধুরী দীক্ষিত। কয়েকদিন ধরে নির্মাতা আনিস বাজমির ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা নিয়ে আলোচনা চলছে ভারতীয় সংবাদমাধ্যমে। সিনেমা মুক্তির সম্ভাব্য দিনক্ষণও ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। এবার জানা গেল, মাধুরীও থাকছেন এ সিনেমায়।

১৯৮৮ সালে তেজাব সিনেমায় ‘এক দো তিন’-এর সঙ্গে নেচে মাধুরী যে ঝড় তুলেছিলেন, তারপর আর পেছনে ফিরতে হয়নি তাকে। তেজাব হিট হওয়ার পর মাধুরীর মধ্যে নতুন মধুবালাকে খুঁজে পেয়েছিল ভারতের দর্শকরা। তারপর একের পর এক হিট সিনেমা দিয়ে গেছেন তিনি।

১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয় চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করেন মাধুরী। বিয়ের পরপর কয়েকটি সিনেমা করলেও সন্তান হওয়ার পর বিরতি দেন অভিনয়ে। দুই সন্তান বড় হওয়ার পর আবার অভিনয়ে ফিরেছেন মাধুরী। বছরখানেক আগে ওটিটিতেও কাজ করেন তিনি। তবে বড় পর্দার সিনেমার দর্শকরা মাধুরীকে এর মধ্যে আর পাননি।

‘ভুল ভুলাইয়া থ্রি’ মুক্তি পাবে বছরের শেষ দিকে দীপাবলীর সময়ে। প্রথম কিস্তির সাড়া ফেলা নায়িকা বিদ্যা বালান তৃতীয় কিস্তিতেও থাকবেন বলে জানিয়েছেন নির্মাতা আনিস বাজমি। ২০০৭ সালে এ সিরিজের প্রথম সিনেমা ‘ভুল ভুলাইয়া’ নির্মাণ করেছিলেন পরিচালক প্রিয়দর্শন। সিনেমাটি মূলত ১৯৯৩ সালের মালায়ালাম চলচ্চিত্র ‘মনিচিত্রথাঝু’র রিমেক।

অক্ষয় কুমার ও বিদ্যা বালান অভিনীত ‘ভুল ভুলাইয়া’ দর্শক ও সমালোচকদের কাছ থেকে পেয়েছিল অকুণ্ঠ প্রশংসা। বিশেষ করে বিদ্যার ধ্রুপদী নৃত্য এবং কোনো কোনো সংলাপে ঝরঝরে বাংলা বচন তাকে আলাদা করে তুলেছিল।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর