বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে কমলগঞ্জে বিএনপির বিজয় মিছিল আজ সিলেটসহ সারা দেশে গ্রে প্তা র দেড় হাজার : চলছে বিশেষ অভিযান একমাসে সিলেটের সড়কে প্রাণ গেলো ২৬ জনের জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শ্রীমঙ্গল বিএনপির বিজয় মিছিল তালামীযে ইসলামিয়া নৈতিকতার অবক্ষয় থেকে ছাত্রসমাজকে বিরত রাখতে কাজ করছে–এস এম মনোয়ার হোসেন বাবা ও মেয়ের গলায় দা ধরে ছিনতাই- গ্রেফতার দুই মৌলভীবাজারে হবিগঞ্জী বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, সড়ক অবরোধ-বাস ভাঙচুর  কমলগঞ্জে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মেলন অনুষ্ঠিত কমলগঞ্জে পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপন

কমলগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক / ৫৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

“নেই পাশে কেউ যার,সমাজসেবা আছে তার” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র‌্যালি, হুইল চেয়ার বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

কমলগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.ইউমুফ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপার ভাইজার মো. সেলিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুননাহার পারভিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ এর সভাপতি মো. কয়েস আহমেদ ইউনিয়ন সমাজকর্মী মনজু রানী সিনহা, মোছা. ফাতেমা বেগম, জামাল উদ্দিন, প্রিন্স গন্জু, টি আই, মো. আকছির মিয়া প্রমূখ।

এর আগে উপজেলা পরিষদ থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর পদক্ষিণ করে সমাজসেবা কর্যালয় সম্মুখে গিয়ে শেষ হয়, পরে ছয় জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ৬টি হুইল চেয়ার বিতরণ করা হয়। এছাড়া ১০০ জন প্রতিবন্ধীর মাঝে অনলাইন কার্ড বিতরণ করা হয়।

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.ইউমুফ মিয়া বলেন, জুলাই বিপ্লবের চেতনার আলোকে বৈষম্যহীন, শোষনমুক্ত ও ন্যায়ভিক্তিক সমাজ বিনির্মাণে সমাজকল্যাণ মন্ত্রনালয় দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠি ও প্রতিবন্ধী ব্যক্তিদের টেকসই উন্নয়নের লক্ষে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা উপবৃত্তি, চিকিৎসা ভাতা, অনগ্রসর জনগোষ্ঠি ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ভাতা প্রদান ও গৃহহীন দশ জন চা শ্রমিককে গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে। গৃহ নির্মাণ কার্যক্রমটি খুব শীঘ্রই শুরু হবে বলেও তিনি জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর