কমলগঞ্জে বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলনের মিছিল ও সমাবেশ
ডেক্স রিপোর্ট
/ ২৫০
বার দেখা হয়েছে
প্রকাশিত :
শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
শেয়ার..
ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশ বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকাল ৩টার দিকে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ চৌমহনায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়।
এসময় মিছিলে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলা প্রতিনিধি হাফেজ আবু হানিফা, মো. ইমাজ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের ভূইয়া রাজন রেজা, রাজ মুস্তাকিন, শেখ রাহাদ, আব্দুস সামাদ তালুকদার, শামসুর রহমান শান্ত সহ রাজনগর উপজেলার আরাফাত ইসলাম ও বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ছাত্রীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন কমলগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবুল কাসেম, জালাল আহমদ আবেদ,শেখ মোতাসিম, শাহিন মিয়া,আলমগীর হুসেন, জেনি আক্তার,তমা আক্তারসহ প্রমুখ
আনন্দ মিছিলে কমলগঞ্জের সর্বস্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং আওয়ামীলীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সর্ববস্থায় প্রস্তুতির ওয়াদাবদ্ধ হওয়ার আহবান জানান কমলগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের ভূইয়া রাজন রেজা।