জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মাধ্যমিক) হিসেবে সত্যেন্দ্র কুমার পাল নির্বাচিত হয়েছেন।
গত মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন কাছ থেকে থেকে শুভেচ্ছা স্বারক ও পুরস্কার গ্রহন করছেন সত্যেন্দ্র কুমার পাল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামসুন নাহার পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
এ বিষয়ে সত্যেন্দ্র কুমার পাল নান্টু বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানে ভালো শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়েছে। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, শিক্ষকসহ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নিয়মিতভাবে কাজ করে যাবো।
এছাড়াও ২০২৩ সালে কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হন।
উল্লেখ্য, সত্যেন্দ্র কুমার পাল নান্টু ১৯৭১ সালে উপজেলার রহিমপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।