মৌলভীবাজারের কমলগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের জন্য আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর ) দুপুরে কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাছাই কার্যক্রম সম্পন্ন করেন বাছাই কমিটির সভাপতি বড়লেখা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তামিম আল জামান, সদস্য কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার, সদস্য সচিব উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক জায়েদ হোসেন, সদস্য রাজনগর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা হেপি দেব ও কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা সানজিদা আক্তার।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী আনসার কমান্ডাররা উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা- দলনেত্রী এবং আনসার কমান্ডারগণ উপস্থিত ছিলেন। প্রয়োজনীয় ব্রিফিং, ট্রেনিং ও প্রস্তুতি শেষে উপজেলার পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে তাদের মোতায়েন করা হবে কমলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার।