সকাল ১১টায় রাজধানীর মিরপুর-১ নম্বর তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় ঢাকা প্রতিদিনের জন্মদিনের অনুষ্ঠানমালা।
ঢাকা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মনজুরুল বারী নয়ন -এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ড. মোহাম্মদ আবু তারিক। বিশেষ অতিথি ছিলেন, বিসিআইসি কলেজের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মসিউল আজম, বিসিআইসি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মইনুল আহসান বাদল, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম, ঢাকা প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক নার্গিস আক্তার, দৈনিক খবর বাংলার সম্পাদক জাকির হোসেন মোল্লা প্রমূখ।
দুপুর ১২ টায় শুরু হয় আলোচনা সভা ও প্রতিনিধি সম্মেলন।