মৌলভীবাজারের কমলগঞ্জে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দাখিল মাদ্রাসায় এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মাসুক মিয়ার সভাপতিত্বে ও এডভোকেট কামরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সালাম, শমসের নগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আব্দুল মুসাব্বির, কমলগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি এবাদুর রহমান প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু ও সাংবাদিক মুমিন ইসলাম।
এসময় ২৮ শে অক্টোবরের নৃশংস হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।