“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালী ও অগ্নি নির্বাপক বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন এবং (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ) শ্রীমঙ্গল এর উদ্যোগে রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নানান আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। এসময় স্বাগত বক্তব্য দেন, শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান।
এছাড়া এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, ফায়ার সার্ভিস শ্রীমঙ্গল স্টেশনের ইনচার্জ মো. সোলায়মান আহমেদ সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।