মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন

কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

ডেস্ক রিপোর্ট / ১৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার’ দিবসটি উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক এম.এ.ওয়াহিদ রুলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, সহকারী শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের প্রভাষক হামিদা খানম, সফাত আলী সিনিয়র দাখিল মাদ্রাসার অধ্যাপক আব্দুল আহাদ, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের প্রভাষক নাহিদুল হাসান, লেখক গবেষক আহমেদ সিরাজ, কমলগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, কমলগঞ্জ বালিকা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন, উপজেলা স্কাউট কমিশনার মোশাহিদ আলী, শিক্ষার্থী জাকিয়া সুলতানা প্রমি, মনজুরুল ইসলাম প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর