মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অবৈধভাবে পরিবহনের সময় আগর কাঠ বোঝাই একটি ট্রাক আটক করেছে বনবিভাগ। রোববার (২২ ডিসেম্বর) রাত ১১ টায় কাঠ বোঝাই গাড়ী জব্দ করে রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়।
বন বিভাগ কুলাউড়া রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, কুলাউড়া-জুড়ী সড়কের উত্তরবাজার এলাকায় টহলকালীন সময়ে দ্রুত গতিসম্পন্ন একটি কাঠ বোঝাই ট্রাকের গতিরোধ করেন কুলাউড়া রেঞ্জের সদস্যরা। তখন বন বিভাগ কাঠের অনুমতির কাগজপত্র দেখাতে বললে তারা দেখাতে পারেনি। তখন আগর গাছ বোঝাই ট্রাক জব্দ করে বনবিভাগ। জব্দকৃত কাঠের পরিমাণ ৭২ ঘনফুট, যার বাজারমূল্য ২ লক্ষাধিক টাকা।
এ ব্যাপারে বনবিভাগের কুলাউড়া রেঞ্জ অফিসার মো. আব্দুল আহাদ জানান, ‘অবৈধভাবে মূল্যবান আগর কাঠ পাচারের সময় একটি ট্রাক ও কাঠ জব্দ করা হয়। এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ , মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।