মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হেলাল আহমদ। গত বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের সভায় সর্বসম্মতভাবে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।
হেলাল আহমদ বাবনিয়া গ্রামের প্রয়াত ইউপি সদস্য সবুর মিয়ার পুত্র। সবুর মিয়া ৭ নম্বর ওয়ার্ডের টানা ৩ বার ইউপি সদস্য ছিলেন। ২০১২ সালের ২ ডিসেম্বর তিনি মারা গেলে হেলাল আহমদ উপনির্বাচনে ও ২০২১ সালের নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হন।
এক প্রতিক্রিয়ায় হেলাল আহমদ বলেন, আমি ছোটবেলা থেকে বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে আসছি। খুব কাছ থেকে দেখেছি বাবার জনসেবামূলক কর্মকাণ্ড। আমি দৃঢ় বিশ্বাস করি পরিষদের সদস্যগণ ও আমার ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে ইউনিয়নবাসীর সেবায় নিয়োজিত থাকবো।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দায়ের করা মামলায় গ্রেপ্তার হন।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ , মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।