সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারি আগামী ১২ ডিসেম্বর হওয়ার কথা ছিল। কিন্তু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এই তারিখ পরিবর্তন করে আগামী ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এ লটারি আয়োজনের প্রস্তাব করেছে।
মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল গণমাধ্যমকে জানান, ‘১২ ডিসেম্বরের পরিবর্তে ১৭ ডিসেম্বর ভর্তি লটারি আয়োজনের বিষয়টি প্রক্রিয়াধীন।’
সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী জানিয়েছেন, ‘সময় বদলে ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে স্কুলে ভর্তির লটারি আয়োজনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’
গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। ১৮ দিনে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে।
সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেছেন ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন শিক্ষার্থী। আর বেসরকারি স্কুলে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭টি।
ভর্তি কমিটি জানিয়েছে, ৬৮০টি সরকারি স্কুলে ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন। সরকারিতে স্কুল আবেদনকারীরা পছন্দ দিয়েছেন ৯ লাখ ৬৪ হাজার ৮৫০টি।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ , মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।