মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের রানীবাজারে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘুরাঘুড়ি করছে জাবের মিয়ার নেতৃত্বে ৪-৫জন অস্ত্র ধারী।প্রতিবাদ করলেই ব্যবসায়ীদের উপর হামলা করে তারা।এসব নানা রকম হয়রানী, আতংক ও ভয়ভীতির বিষয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শহীদ মিয়া।
গত বুধবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের রানীর বাজারে এ ঘটনাটি ঘটে।
ব্যবসায়ী সমিতির সভাপতির অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে এই বাজারে শান্তিপূর্ণভাবে ব্যবসা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। কিন্তু একই উপজেলার তিলকপুর গ্রামের আকাই মিয়ার ছেলে জাবের মিয়ার নেতৃত্বে ৪-৫জন অস্ত্রধারী তাদের পারিবারিক বিষয় নিয়ে দেশীয় অস্রসস্ত্র নিয়ে বাজারে ঘুরাঘুড়ি করে ব্যবসায়ী ও বাজারে সদায় করতে আসা ক্রেতাদের মাঝে আতংক সৃষ্টি করে। এসব বিষয় নিয়ে প্রতিবাদ করলে জাবের মিয়ার নেতৃত্বে ৪-৫ জন লোক অস্ত্রধারী বাজারে মহরা দিয়ে থাকেন।
সরজমিনে ও প্রত্যেক্ষদর্শী সুত্রে গেলে জানা যায়, দীর্ঘদিন ধরে জাবের মানুষের মানুষের মধ্যে আতংকিত তৈরি করে রেখেছে। তার ভয়ে কোনো মানুষ বাজারে আসতে পারেনা। স্থীয়রা একাধিকবার বিষয়টি নিয়ে বসলেও সমাধান হয়না। এর আগেও একাধিকবার হামলার কারণে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শহীদ মিয়া।
অভিযুক্ত জাবের মিয়ার মোটোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
থানায় লিখিত অভিযোগকারী ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শহীদ মিয়া বলেন, রাণীবাজারের ব্যবসায়ীরা সহজ সরল প্রকৃতির বেশিরভাগ উপজাতী সামান্য ঝগড়া হলেই আতংকে থাকেন। দোকানপাট বন্ধ করে বাড়িতে চলে যায়। দীর্ঘদিন থেকে জাবের মিয়া সহ ৪-৫জন মিলে এই বাজারে ব্যবসায়ীদের উপড় হামলা ভয়ভীতি সৃষ্টিকরে।
অনেক সময় তাদের পারিবারিক বিষয় নিয়ে বাজারে সমস্যা সৃষ্টি করে। এতে ক্রেতারা আতংকে থাকে ও পরবর্তীতে তারা এই বাজার থেকে সদায় করতে চায় না। তাদের মধ্যে ভয় কাজ করে সবসময়। এছাড়াও এরা আমার ব্যবসায়ীর উপড় হামলা করেছে। একাধিবার তাকে বুঝালেও বুঝেনা বরং আমাদের কেউ কথা বললে হুমকি দেয়। এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ করেছি। আশা করছি পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।