মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রামনগর মনিপুরী পাড়া থেকে একটি দলছুট বানর উদ্বার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রামনগর মনিপুরী পাড়ার বাসিন্দা শিমুল তরফদারের বাসা থেকে বন বিভাগ ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন যৌথ অভিযান করে প্রাণীটিকে উদ্বার করে। পরে প্রাণীটিকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে যায় তারা।
রামনগরের বাসিন্দা শিমুল তরফদার বলেন, এই বানরটি প্রায় দুই তিন মাস ধরে বানরটি এলাকায় ঘুরাফেরা করছে। প্রায়ই মানুষের ঘরবাড়িতে ঢুকে যায়। মানুষের ঘরের জিনিসপত্র ক্ষতি করে। আমাদের এলাকায় অনেক ছোট ছোট শিশু আছে। আমরা এই বানরটিকে নিয়ে অনেক আতংকে থাকতাম। আজ সকালে আমাদের বাড়িতে প্রাণীটি ঢুকে গেলে আমরা ঘরের সব দরজা বন্ধ করে বন বিভাগকে জানাই। পরে বন বিভাগের লোকজন ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন এসে এটি ধরে নিয়ে গেছে।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, প্রাণীটি সুস্থ অবস্থায় রয়েছে। আমরা এটিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করে দিবো।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, বানররা দল বেধে থাকে, এটি একটি দলছুট বানর। খাবারের সন্ধ্যানে বন ছেড়ে লোকালয়ে এটি অনেক দিন ধরেই রয়েছে বলে মনে করছি।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।