মৌলভীবাজারের কমলগঞ্জে হামদান সোহান (২১) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুইজন আহত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকালে চৈত্রঘাট ব্রীজের পাশে এ ঘটনাটি ঘটে।
নিহত হামদান সোহান মৌলভীবাজার শহরের মুসলিম কোয়াটার এলাকার মঈন আহমদ এর ছেলে সে মৌলভীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এসময় গুরুত্বর আহত হয়েছেন নাছির মিয়া (১৭) ও মিনহাজ মিয়া (১৮)। তারা দুজনই মৌলভীবাজার সদর থানার মুসলিম কোয়াটারের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালবেলা হামদান সোহান সহ ৩জন একটি মোটরসাইকেলে চৈত্রঘাট ব্রীজের কাছে কালীমন্দীর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়,পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সোহানকে মৃত ঘোষনা করে কর্তব্যরত চিকিৎসক।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, ‘দুর্ঘটনার খবর শুনে আমরা পুলিশ পাঠিয়েছি। হামদান সোহান নামে ১জন মারা গেছে। এসময় আরও দুই আহত হয়েছেন। বর্তমানে নিহত হামদান সোহানের লাশ মৌলভীবাজার মর্গে আছে।’
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ , মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।