মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। রোববার (৩ নভেম্বর) উপজেলার পোৗর এলাকার ভানুগাছ বাজারে সাদাক্বায়ে জারিয়াহ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য এই নির্মাণ সামগ্রী বিতরণ হয়।
বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা শাখার আমির মো. মাসুক মিয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেস ক্লাবের আহব্বায়ক এম.এ.ওয়াহিদ রুলু ও কমলগঞ্জ সাদাক্বায়ে জারিয়াহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে মো. মাসুক মিয়া বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সাদাকায়ে জারিয়াহ ফাউন্ডেশন যেভাবে এই পরিবারগুলোর পুনর্বাসনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের উদ্যোগ সমাজে সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে। আমরা সবাই মিলে এভাবেই একে অপরের পাশে থাকলে এই দুর্যোগ মোকাবিলা করা অনেক সহজ হবে।’
অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক অ্যাডভোকেট মোহাম্মদ আসাদ উল্লাহ বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন এই পুনর্বাসন কার্যক্রমে অংশগ্রহণ করেন। সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই মানুষদের জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে পারব এবং একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলতে সক্ষম হব।’
নির্মাণ সামগ্রী গ্রহণকারী পরিবারের মধ্যে ছিলেন, উপজেলার আদমপুর ইউনিয়নের বাসিন্দা জাহিদ মিয়া, হাসান মিয়া, এবং মুন্সিবাজার ইউনিয়নের বাসিন্দা রফিক মিয়া ও জাবেদ আহমেদ। তাদের প্রত্যেকে ২ বান করে ৮বান টিন প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।