প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৫, ৭:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৪, ৪:০৩ পি.এম
কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের বিক্ষােভ মিছিল অনুষ্টিত
ছাত্রলীগ নিষিদ্ধ করায় আওয়ামী লীগ ও স্বৈরাচার পলাতক শেখ হাসিনাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের বিক্ষােভ মিছিল অনুষ্টিত হয়েছে। সোমবার (২৭অক্টোবর) বিকাল ৪টার দিকে উপজেলার ভানুগাছ চৌমুহনী থেকে মিছিলটি বের হয়ে ভানুগাছ রেলওয়ে ষ্টেশন এলাকায় পথসভার মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সদস্য মহসিন আহমদ, কমলগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. আব্দুল কাদির চৌধুরী ফারহান, কমলগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ভূইয়া রাজন রেজা, যুগ্ম আহবায়ক মিজান আহমদ ও সদস্য মাছুম মাহমুদ সিয়াম প্রমুখ।
বক্তারা বলেন- বাংলাদেশে আর কোনো মুজিববাদের ঠিকানা হবে না। ২৪ বিপ্লব সবাইকে দেখিয়েছে মুজিববাদ দীর্ঘদিন ধরে আমাদের কাছে সত্য ইতিহাস গোপন করে রেখেছিল। কিন্তু এখন তারা আর সেটা পারবে না। আমরা অভ্যুত্থানের মাধ্যমে তাদের পরাজিত করেছি। এখন দেশের সব সাধারণ মানুষ লুকায়িত সত্য ইতিহাস সম্পর্কে জানতে পারবে। ১৭ বছরের অন্যায়, অত্যাচার, কুকর্মের উপযুক্ত শাস্তি না পেয়ে সন্ত্রাসীরা বের হয়ে আসার চেষ্টা করছে ৷ আমরা আবার রাজপথে নামার আগে এসব খুনী ও তাদের দোসরদের গ্রেফতার করতে হবে। এসময় ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও স্বৈরাচার পলাতক শেখ হাসিনাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com