মৌলভীবাজারের কমলগঞ্জে লাল শাক চুরি করাকে কেন্দ্র করে হামলা মামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি গ্রামের রুকিয়া বেগম এর কৃষি জমিতে এই ঘটনাটি ঘটে। হামলার ঘটনায় গুরুরত আহত হয়েছেন রুকিয়া বেগম। পরে স্থানীয়রা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানা পুলিশকে দেখিয়ে বাড়িতে চলে আসে। ভুক্তভোগী আহত রুকিয়া বেগম কমলগঞ্জ থানায় ৩ জনের বিরোদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তকারীরা হলেন- ইসলামপুর ইউনিয়নের কানাইদেশী গ্রামের আমির মিয়া (৪০), নিলু বেগম (৩৫), ছমির মিয়া (৪৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী ভুক্তভোগী রুকিয়া বেগম এর সাথে দীর্ঘদিন থেকে নানা বিষয় নিয়ে বিরোধ চলছে একই এলাকার আমির মিয়া, নিলু বেগম, ছমির মিয়ার সাথে। উৎশৃঙ্খল, লাঠিয়াল, সন্ত্রাসী ও পরের অনিষ্টকারী প্রকৃতির লোক হয় আমির মিয়া, নিলু বেগম, ছমির মিয়ারা। তারা সমসময় গায়ের জোরে চলাফেরা করে। আইনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে চলাফেরা করে। যে কেউ প্রতিবাদ করলে হামলা মামলা ও হুমকির শিকার হতে হয়। এলাকার কোনো ব্যক্তিরা তাদের বিরোদ্ধে কথা বললেই ঘুম করে দিবে।
অভিযোগকারী রুকিয়া বেগম বলেন, বিবাদী আমির মিয়া, নিলু বেগম, ছমির মিয়ার সাথে আমাদের সাথে পারিবারিক ভাবে বিভিন্ন সময় সমস্যা করে আসছে। তারা দীর্ঘদিন ধরে আমার পরিবারের লোকজনদের বড় ধরনের ক্ষতিসহ প্রাণে হত্যার চেষ্টা করার সুযোগ খোঁজছে। যেকোন বিষয় নিয়ে আমাদের উপড় হামলা করে। আমরা অসহায় মানুষ। তারা প্রায় সময় আমাদের মেরে ফেলার কথা বলে। পরিবারের সদস্যদের নিয়ে বিপদে আছি।
তিনি আরও বলেন, বাড়ীর সামনে আমাদের সবজি ক্ষেত ও ধানের জমিতে তাহাদের গৃহপালিত পশু প্রবেশ করে আমাদের ধান ও সবজি ক্ষেত নষ্ট করে আসছে। এছাড়া নিজের ফলানো সবজি ক্ষেত থেকে শাকসবজী চুরি করিয়া নিয়া যায়। তাদের গৃহপালিত পশু গরু দিয়ে সবজি ক্ষেতে প্রবেশ করে সবজি ক্ষেত নষ্ট করে দেয়। তাদের বাধা দিলে অশ্লিল ভাষায় গালি-গালাজ করে। তাদের গালি-গালাজের প্রতিবাদ করলে আমাদের হত্যার উদ্দেশ্যে এলোপাথারিভাবে মারতে থাকে। আমার চুলের মুঠি ধরিয়া মাটিতে ফেলে পরনের কাপড় চোপড় ধরিয়া টানা হেচড়া করে। গলায় পা দিয়া চাপ মারিয়া শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে।
স্থানীয় বাসিন্ধা মনাই মিয়া,পারভীন বেগম, পিয়ারুন বেগম বলেন, রুকিয়া বেগম খুব ভালো মানুষ। অভিযুক্তরা খুব খারাপ লোক। তারা বিভিন্ন সময় হত্যা করবে বলে হুমকি প্রদর্শণ করে।
অভিযুক্তকারী ইসলামপুর ইউনিয়নের কানাইদেশী গ্রামের আমির মিয়ার সাথে একাধিক বার মোটোফোনে কল দিলেও পাওয়া যায় নি।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ , মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।