‘জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। রোববার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন সভাপতিত্ব করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ডি.এম.সাদিক আল শাফিন, প্রকৌশলী মো. সাঈফুল আজম, এস আই মহাদেব বাছার, সাংবাদিক সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও পরিবার পরিকল্পনার কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় সকল ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে গুরুত্বের সাথে যাচাই-বাছাই সাপেক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধনের কাজ সম্পূর্ণ করতে নির্দেশনা দেওয়া।
অনুষ্ঠানে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিগত ১ বছরে সর্বোচ্ছ সংখ্যক সম্পন্ন করায় মাধবপুর, আলীনগর ও মুন্সীবাজার ইউনিয়ন পরিষদকে পুরস্কৃত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।