মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পৌর এলাকার মকবুল ট্রেডার্স নামক দোকান থেকে ৫৩ বস্তা ভারতীয় চিনিসহ মো. মকবুল হোসেন (৪৮) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর তথ্যমতে শ্রীমঙ্গল পোস্ট অফিস রোডস্থ হাজী শের আলী মার্কেটের ভেতর থেকে আরও ১২০ বস্তা চিনি সহ ১৭৩ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মকবুল হোসেন শ্রীমঙ্গল মুসলিমবাগ এলাকার মো. মুসলিম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামী জাল জালিয়াতি করে সেনাবাহিনীর লগোযুক্ত গেইট পাশ-রেশন বিক্রয় রশিদ ও সেনাবাহিনীর লগোযুক্ত ভূয়া প্রাধিকারপত্র তৈরী করে চোরাচালানের মাধ্যমে উক্ত চিনি বাংলাদেশে আনয়ন করিয়াছে।যার বাজার মূল্য ৯ লক্ষ ৮হাজার ২শত পঞ্চাশ টাকা।
গ্রেফতারকৃত আসামীকে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।