‘কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দেবে তথ্য অধিকার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন হল রুমে জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আব্দুস সালাম এর সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সিনিয়র সাংবাদিক সাদিক আহমদ, এখন টিভির প্রতিনিধি এম এ হামিদ, এশিয়ান টিভির প্রতিনিধি মো. মাহবুবুর রহমান রাহেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দরা।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।