মৌলভীবাজারের কমলগঞ্জ দাখিল মাদ্রাসার উদ্যোগে মহানবী হজরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) এর জীবনীর উপর সিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাদ্রাসার হররুমে এক বর্ণাঢ্য আয়োজনের সিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়।
মাওলানা সোলায়মান আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি সোসাইটি কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইব্রাহিম মোহাম্মদ আব্দুহ।
মাওলানা সাইফুর রহমান এর সঞ্চালনা এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি সোসাইটি কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ আইডিয়া কেজি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মাসুক মিয়া, বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা সুয়েব আহমেদ।
সিরাত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে বক্তব্যে রাখেন ইব্রাহিম মো. আব্দুহ মাদ্রাসার ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন যে, ‘মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দূত হিসেবে পৃথিবীতে আগমন করেছিলেন। আমরা তার অনুসারী হিসেবে আমাদেরও উচিত বিশ্ব মানবতার কল্যাণে নিজেকে সর্বদা নিয়োজিত রাখা। সব রকমের বিশৃঙ্খলা থেকে মুক্ত থেকে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখাই রাসুলের অনুপম আদর্শের অন্যতম শিক্ষা।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি সোসাইটি কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও আইডিয়া কেজি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মাসুক মিয়া বলেন যে, ‘রাসুলের জীবনচরিত্রে জানা কোন মানুষ কারো ক্ষতি করতে পারেন না। কারণ রাসুলুল্লাহ কখনো কারো কোন ক্ষতি করেন নি। সর্বদা উপকার করেছেন। তোমরাও দেশ ও জাতির উপকারে নিয়োজিত হবে।’
অনুষ্টান শেষে সকল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন ইসলামি সোসাইটি সভাপতি,সম্পাদক ও শিক্ষকমণ্ডলীরা।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।