সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া শফি। বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিদিনের মৌলভীবাজার.কম কে প্রকাশিত ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছেন গোলাম কিবরিয়া শফি।
প্রতিবাদ বার্তায় তিনি জানান ,গত ৯ সেপ্টেম্বর সুরমা এক্সপ্রেস নামে একটি ফেসবুক আইডি থেকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে আমার নামে বাঁশের ঘাড়ি সংযুক্ত করে একটি পোস্ট দেয় যার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই এবং আমার মানহানির চেষ্টা করে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এ বিষয়ে আমি আইনি পদক্ষেপ নিব।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।