মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে ভেড়াছড়া গ্রামের আমজাদ মিয়া (২৮) নামে এক যুবকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। নিহত আমজাদ মিয়া উপজেরার সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামের রইছ মিয়ার ছেলে। স্থানীয় ইউপি সদস্য সুন্দর আলী মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, আমজাদ মিয়া পাশের গ্রাম কান্দিগাঁও গ্রামে ধানি জমিতে কাজ করতে যায়। ৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় হঠাৎ আমজাদ বজ্রপাতে আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার এর একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী ১ মেয়ে ও ২ সন্তারের জনক।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বজ্রপাতে যুবকের মৃত্যু সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইউনিয়ন পরিষদ থেকে আমাদের জানিয়েছে। আমরা ডিসি অফিস তথ্যটা পাঠিয়েছি। দ্রুত সময়ের ভিতরে নিহত পরিবারকে সহযোগীতা করা হবে।’
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।