শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকায় কয়েকদিন ধরে আতঙ্কের কারণ হয়ে থাকা একটি অজগর সাপ অবশেষে ধরা পড়েছে। শুক্রবার (৮ আগস্ট) সকাল ৮টার দিকে রিহাব কেমিক্যাল সংলগ্ন জসীম উদ্দিনের গরুর খামারের পাশের একটি বাঁশঝাড়ে বিশালাকার সাপটিকে দেখতে পান স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, অজ্ঞাত এই সাপটি গত কয়েকদিন ধরে আশপাশের হাঁস-মুরগি খেয়ে ফেলছিল, ফলে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি শনাক্ত করেন এবং নিশ্চিত করেন এটি একটি অজগর সাপ। পরে বাঁশঝাড়ের ঘন পাতার আড়ালে কুণ্ডলী পাকিয়ে ছিল অজগরটি উদ্ধার করেন।
উদ্ধারকৃত অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে গিয়ে রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।