আগামী সাত দিনের মধ্যে মেট্রো ট্রেন চালুর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
দায়িত্ব পাওয়ার পর রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রথম অফিসে এসে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা।
উপদেষ্টা জানান, দ্রুততম সময়ে মেট্রো ট্রেন চালুর সিদ্ধান্ত নেয়া হবে। আগামী সাত দিনের মধ্যে মেট্রো ট্রেন চালুর চেষ্টা করা হবে।
ফাওজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।
কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৭ জুলাই আগুন দেয়ার পর থেকে বন্ধ রয়েছে মেট্রোরেল।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।