ছাত্র-জনতার ‘শান্তিপূর্ণ আন্দোলনে’ হামলা করে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল এবং রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার রাতে প্ল্যাটফর্মটির সমন্বয়কদের সঙ্গে সংবাদকর্মীদের এক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া এক বার্তায় বিষয়টি জানান আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার।
আরেক সমন্বয়ক রিফাত রশীদও ভিডিও বার্তায় একই কর্মসূচির তথ্য জানান।
হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া এই বিজ্ঞপ্তিতে সারাদেশের আপামর জনসাধারণকে অলি-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে এই কর্মসূচি সফল করার আহ্বান করা জানানো হয়েছে।
ভিডিও বার্তায় রিফাত রশিদ বলেন, ‘এই সরকারের সঙ্গে আর কোনো আলোচনা নয়। সরকার আমাদের আন্দোলনে ক্র্যাকডাউন চালানোর পরও আমরা আজ (শুক্রবার) শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু আমাদের কর্মসূচিতে আবারও গুলি চালানো হয়েছে। আমরা এই সরকারের সঙ্গে আরও কোনো নেগোসিয়েশনে যাব না। আলোচনার সব পথ বন্ধ হয়ে গেছে। এবার সর্বাত্মক প্রতিরোধের পালা।’
তিনি বলেন, ‘শনিবার আমাদের বিক্ষোভ মিছিল আর রোববার থেকে অসহযোগ আন্দোলন চলবে। এদিন থেকে কোনো স্কুল চলবে না, আদালত চলবে না, ব্যাংক চলবে না- কিছু চলবে না। সবকিছুতে সর্বাত্মক অসহযোগ এবং অবরোধ চলবে।’
সমন্বয়ক রিফাত বলেন, ‘নয় দফা দাবিতে আপনারা আগামীকাল (শনিবার) বিক্ষোভ মিছিল পালন করুন। সারা বাংলাদেশের প্রতিটি মানুষ রাস্তায় নেমে আসুন। শনিবারও যদি আমাদের দাবি মানা না হয় তাহলে রোববার থেকে অসহযোগ আন্দোলন চলবে।’
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।