অনেকেই ৭২ এর সংবিধান রক্ষার জন্য আন্দোলন করছেন। ৭২ এর সংবিধানে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার আকাঙ্খা নষ্ট করে দিয়ে সেখানে মুজিববাদ প্রতিষ্ঠার চক্রান্ত ছিল। সেই চক্রান্তের ভিতর আমরা ৫৪ বছর ছিলাম, ছাত্র জনতার আন্দোলনে সেই চক্রান্ত নস্যাৎ হয়েছে - মৌলভীবাজারে পথসভায় এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন।
আজ মৌলভীবাজারে এনসিপির পদযাত্রা ও পথসভা সংক্ষিপ্ত করে শ্রীমঙ্গলের উদ্দেশ্য রওয়ানা হন এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব। পুরো শহরে পদযাত্রা করার কথা থাকলেও শহরে প্রেসক্লাব মোড় থেকে বেরীরপাড়া পর্যন্ত অল্প জায়গা পদযাত্রা করা হয়।
এছাড়া কেন্দ্রীয় নেতৃত্ব সবাই বক্তব্য না রেখে, নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসির উদ্দীন পাঠোয়ারী বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন না সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।
তবে কি কারণে পদযাত্রা ও পথসভা সংক্ষিপ্ত করা হয়েছে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি এনসিপি নেতৃবৃন্দ
পরে বেলা ১টার দিকে জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরের একটি মিলনায়তনে চা শ্রমিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন এনসসিপি নেতারা।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।