অনির্দিষ্টকালের জন্য সব আবাসিক হল বুধবার বন্ধ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের আজ সন্ধ্যা ছয়টার মধ্যে আবাসিক হল ছাড়তে হবে। হল বন্ধের সময় ক্লাস-পরীক্ষাও বন্ধ থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। বেলা ১১টা থেকে সিন্ডিকেটের এ সভা শুরু হয়।
হল বন্ধের ঘোষণার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আমরা আবাসিক হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। সন্ধ্যা ছয়টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়তে আহ্বান জানানো হয়েছে।’
শিক্ষার্থীরা না ছাড়লে কী পদক্ষেপ জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত আমরা তাদের আহ্বান জানিয়েছি। সন্ধ্যা ছয়টার পর যদি তারা না ছাড়ে, তখন সেটা নিয়ে চিন্তা করা যাবে।’
এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে সামনে অবস্থান নিয়ে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একদল শিক্ষার্থী হল বন্ধ না রাখার জন্য বিভিন্ন স্লোগান দেন। ওই সময় তারা ‘হল বন্ধ রাখার সিদ্ধান্ত মানি না, মানব না’ স্লোগান দেন।
ওই সময় আরবি বিভাগের শিক্ষার্থী শাহিন রেজা বলেন, ‘আমরা হল ছাড়ব না। আমাদের ছয়জন ভাই মারা গেছে।
‘তাদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। আমাদের ওপর যত হামলা হোক, আমরা কোনো মতেই হল ছাড়ছি না।’
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।