আগামি ২৭ জুলাই অনুষ্ঠিতব্য মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ নং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। এই নির্বাচনে প্রতিদ্বিতার জন্য মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলা রিটার্নিং কর্মকর্তা দীপক কুমার রায়ের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
চেয়ারম্যান পদে প্রার্থীর হলেন- নুরুল ইসলাম (নির্দলীয়), সাবেক ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসান, দক্ষিণভাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুছ ছামাদ, বড়লেখা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ইকবাল হোসেন, দক্ষিণভাগ ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহিবুর রহমান ও ইমরান আহমদ (নির্দলীয়)।
জানা যায়, মো. আজির উদ্দিন দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় পদটি শুন্য হয়। তিনি দক্ষিণভাগ দক্ষিণ ইউপি'র ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এবার ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে তিনি ৬ষ্ঠ বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে বর্তমানে দায়িত্ব পালন করছেন।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা দীপক কুমার রায় বলেন, ‘উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ৪ জুলাই ছিল এই ইউপির উপ-নির্বাচনের মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ। শুক্রবার ৫ জুলাই প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই ও প্রতীক বরাদ্দ ১১ জুলাই। ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।