সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কার সংঘর্ষে সাংবাদিক আব্দুস সবুর (২৭) ও তার স্ত্রী রাহেনা আক্তার (২২) নিহত হয়েছেন। গত সোমবার (১ জুলাই) সন্ধ্যা সিলেট ওসমানী বিমানবন্দর সংলগ্ন ধোপাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ২জন আহত হয়েছেন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই প্রাইভেট কার যাত্রী ছিলেন।
আব্দুস সবুর জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউপির বড়ধামাই গ্রামের আব্দুল মালেকের ছেলে। সে জুড়ী প্রেসক্লাবের সদস্য ও জুড়ী অনলাইন প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক দায়িত্বরত ছিল। এ ছাড়াও জুড়ী রিপোর্টার্স ইউনিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জুড়ী উপজেলা প্রতিনিধি ছিল।
সিলেট এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আর আহতদের উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আব্দুস সবুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাংবাদিক সংগঠন জুড়ী প্রেসক্লাব, বাংলাদেশ সাংবাদিক সমিতি জুড়ী, জুড়ী অনলাইন প্রেসক্লাব, জুড়ী রিপোর্টার্স ইউনিটি ও হাকালুকি নিউজ পরিবার।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।