হাকালুকি হাওরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাখাল শাহ মাজার সংলগ্ন একটি স্থানে ভেসে উঠেছে নিখোঁজ লোকমান মিয়া (৩২) এর লাশ। নিহত লোকমান মিয়া কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের মহলাল রফিনগর এলাকার বাসিন্দা। তিনি আব্দুল লতিফের ছেলে।
নিখোঁজের ঘটনায় গত শনিবার কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৫৯৬, ৩১ মে ২০২৫ ইং) করেছে তার পরিবার।
জানা গেছে, তিনি গত শুক্রবার সকালে একটি গরু খুঁজতে বাড়ি থেকে বের হয়েছিলেন। দুই দিন পর রবিবার হাওরের কিনারায় স্থানীয় লোকজন একটি লাশ ভেসে থাকতে দেখেন। পরে পরিচয় শনাক্ত করে জানা যায়, এটি নিখোঁজ লোকমান মিয়ার মরদেহ।
স্থানীয়রা জানান, হাওরের পাড়ে লাশটি দেখতে পেয়ে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। কী কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।
এ বিষয়ে ঘটনাস্থল থেকে এসআই আমির হোসেন জানান, “আমরা লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করব। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।