মৌলভীবাজারের তীব্র গরমে গ্রামগঞ্জে ১২ ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে। সকাল সন্ধ্যা ও রাতে ঘুমানোর সময়েও থাকছে না বিদ্যুৎ। এতে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন পল্লী বিদ্যুতের গ্রাহকেরা। এ ছাড়া বিভিন্ন কলকারখানাসহ চা উৎপাদন ব্যাহত হচ্ছে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় থেকে জানা গেছে, বর্তমানে চাহিদার তুলনায় ৩০ শতাংশ বিদ্যুৎ কম পাওয়া যাচ্ছে এ জন্য লোডশেডিং বৃদ্ধি পেয়েছে। গরম বাড়ার কারণে বিদ্যুৎ এর চাহিদা বেশি থাকায় একটু বেশি লোডশেডিং করা হচ্ছে। তবে বৃষ্টি হলে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।
স্থানীয় গ্রাহকেরা জানান, অব্যাহত লোডশেডিংয়ের কারণে চা উৎপাদন, কারখানা, ওয়ার্কশপ ও ব্যবসা প্রতিষ্ঠানে মারাত্মক বিপর্যয় ঘটছে। ফলে বিদ্যুতের গ্রাহকেরা অতিষ্ঠ হয়ে উঠছেন। দিন-রাত মিলে ১০ থেকে ১২ ঘণ্টা করে লোডশেডিং করা হচ্ছে এতে করে তীব্র গরমে বয়স্ক ও শিশুসহ সকল বয়সী মানুষ অসুস্থ হয়ে পড়ছে।
এইচএসসি পরিক্ষার্থীরা জানান, কয়েকদিন ধরে লোডশেডিং এর কারণে আমরা ঠিক মতো পড়তে পারছিনা। বিশেষ করে সন্ধ্যা পরে বিদ্যুৎ না থাকার কারণে আমাদের লেখাপড়ায় সমস্যা হচ্ছে।
কমলগঞ্জ পৌর এলাকার শিক্ষক ঝুলন চক্রবর্তী বলেন, গত কয়েকদিন ধরে গরম বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ও ঘনঘন চলে যাচ্ছে। এমনকি রাতে ঘুমানোর সময় বিদ্যুৎ থাকছে না।
ব্যবসায়ী নিমাই মালাকার বলেন, ‘ঈদের দুদিন পর থেকে খুব বেশি লোডশেডিং করা হচ্ছে। বর্তমানে এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে এক ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে। অতিরিক্ত লোডশেডিং এর কারণে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে সমস্যা হচ্ছে।’
কমলগঞ্জ উপজেলার কারখানার ব্যবসায়ী শামীম মিয়া বলেন, ‘বিদ্যুৎ এর অতিরিক্ত লোডশেডিং করার কারণে গত ৩-৪দিন ধরে কোন কাজ করতে পারছিনা। এভাবে চলতে থাকলে মাসশেষে লোকসান গুনতে হবে।’
কমলগঞ্জ জোনাল অফিস দায়িত্বরত কর্মকর্তা গোলাম ফারুক মীর (ডিজিএম) লোড শডিং এর সত্যতা নিশ্চিত করে বলেন,‘বিদ্যুৎ উৎপাদনের চাহিদার তুলনায় কম পাচ্ছেন। এছাড়া গ্যাস কংকটের কারনে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। বৃষ্টি হলে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।’
এ বিষয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (চঃ দাঃ) এ.বি.এম মিজানুর রহমান বলেন, ‘দিনের বেলায় ৭৭ মেগাওয়াট এর মধ্যে ৩০ শতাংশ কম পাচ্ছি। রাতেও বিদ্যুৎ কম পাওয়া যাচ্ছে। এজন্য একটু লোডশেডিং হচ্ছে। বৃষ্টি হলে সবকিছু ঠিক হয়ে যাবে। মানুষের বিদ্যুৎ এর চাহিদা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে।’
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।