ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের পেছনে একটি মালবাহী ট্রেনের ধাক্কায় ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হন অন্তত ৬০ জন।
নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় সাত কিলোমিটার দূরে শিলিগুড়ির রাঙ্গাপানি অঞ্চলে সোমবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
ট্রেনটি ত্রিপুরার আগরতলা থেকে কলকাতার শিয়ালদহ স্টেশনে যাচ্ছিল। সংঘর্ষের ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়।
দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় বলেন, ‘কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে একটি পণ্যবাহী ট্রেন ধাক্কা দিলে ঘটনাটি ঘটে, তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।’
উত্তর সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সকাল ৯টার দিকে দুর্ঘটনার সম্মুখীন হয়, তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করে শোক প্রকাশ করেছেন।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য উদ্ধার অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।