সিলেট-১ আসনের সংসদ সদস্য, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেন সুস্থ হয়ে নিব বাসভবনে ফিরেছেন।
আজ বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বাসায় ফেলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ড. এ কে আব্দুল মোমেনের ব্যক্তিগত সহকারী শফিউল আলম জুয়েল।
এর আগে গত মঙ্গলবার (১১ জুন) সিলেট সফরে এসে বেলা দুইটার দিকে সিলেট সদর উপজেলা পরিষদের কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। এসময় হঠাৎ অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে সিলেট সিএমএইচে ভর্তি করানো হয়। পরে বিকাল ৫টা ৪৫ মিনিটের দিকে তাকে হেলিকপ্টার করে ঢাকায় নেওয়া হয়। পরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল তাকে ভর্তি করা হয়। এরপর তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।